পুঁজিবাজার বন্ধ থাকবে পাঁচদিন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি সাধারণ ছুটি হচ্ছে তিনদিন, এর সাথে শুক্রবার ও শনিবার দুইদিন বন্ধ যোগ হয়ে মোট পাঁচ দিন বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার।। আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২৪ জুলাই পর্যন্ত।
অন্যদিকে ঈদের পর ২৩ জুলাই থেকে দেশের সর্বত্র ১৪ দিনের জন্য লকডাউন শুরু হওয়ার কথা রয়েছে। এতে আগের লকডাউনের সময়কার সিদ্ধান্তের মতো যদি ব্যাংক রবিবার বন্ধ থাকে তবে সেদিন পুঁজিবাজারও বন্ধ থাকবে। সে ক্ষেত্রে পুঁজিবাজার ২০ থেকে ২৫ জুলাই ছয়দিন বন্ধ থাকবে। উল্লেখ্য, সরকারের জারি করা বিধিনিষেধ বা লকডাউনে ব্যাংক লেনদেনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার ওপর ভিত্তি করে পুঁজিবাজারের লেনদেনের বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে।