পঞ্চগড়ে মাদরাসায় আগুন দিয়ে লক্ষাধিক টাকা লুট
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ফুটকিবাড়ি বাজার সংলগ্ন 'ফুটকিবাড়ি এবতেদায়ী হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ্ বোর্ডিং' নামক ইসলাম শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা মাদরাসা ঘরের জানালা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে কেরোসিন ঢেলে অফিসের যাবতীয় কাগজ পত্র, জমির দলিল ও ক্যাশ খাতা পুড়ি দিয়ে অফিস আলমারিতে থাকা প্রায় লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় অফিস সংলগ্ন কক্ষে মাদরাসার তত্বাবধায়ক হাফেজ মোঃ শাহজাহান আলী ও হাফেজ পড়ুয়া ছাত্ররা ঘুমিয়েছিল। আগুনে পোড়ার গন্ধ ও ধোঁয়া ঘুম ভাঙ্গায় হাফেজ শাহাজানের। তারপর চিৎকার করলে ছাত্ররা টের পায়। সাথে সাথে ছাত্ররা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। মাদরাসার তত্বাবধায়ক হাফেজ শাহজাহান বলেন, প্রতিদিনের ন্যায় ছাত্রদের রাতের পড়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়ি। হটাৎ গভীর রাতে আমার অফিস কক্ষে ধোঁয়া ও আগুন দেখে চিৎকার দিয়ে ছাত্ররা সহ বেড়িয়ে আসি। তারপর অন্য কক্ষের ছাত্রদের ডেকে তুলি। এর পর ছাত্ররা আগুন নিভিয়ে ফেলে। আগুন নিভে গেলে অফিসে গিয়ে দেখি সব পুড়ে ছাই। আলমারির দরজার তালা ভেঙ্গে সেখানে রাখা ১লক্ষ পাঁচ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। মাদরাসার সভাপতি মোঃ আব্দুস সাত্তার বলেন, মাদরাসায় আগুন দেওয়া খুবই মর্মান্তিক। মাদরাসার অনেক ক্ষতি হয়ে গেল। মাদরাসা কার্যনির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সিপাহি পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম মণ্ডল বলেন,এটা জঘন্নতম কাজ। আমার ধারনা মাদরাসার কমিটি গঠন নিয়ে দ্বন্দের কারনে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে দুর্বৃত্তরা। গড়িনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলতামাস হুসাইন বলেন, রোববার সকালে মুঠো ফোনে জানতে পেরে তৎক্ষনাত ঘটনাস্থলে যাই এবং পরিদর্শন করি। মাদরাসা কমিটি মিটিং করে সিদ্ধান্ত নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। পঞ্চগড় সদর থানার এস আই বেলাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।