জামালপুর জেলার পুলিশ লাইন্স-এর সৌন্দর্য বর্ধনে চলছে ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন
জামালপুর জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর একনিষ্ঠ নেতৃত্ব ও সুদূরপ্রসারি চিন্তাভাবনায় জেলার পুলিশ লাইন্স-এর সৌন্দর্য বর্ধনে চলছে ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন। যার ফলোশ্রুতিতে ১নং এল.পি. গেইট পুনঃ নির্মিত হয়েছে। পুলিশ লাইন্স এর সকল রাস্তায় অত্যাধুনিক ল্যাম্পপোষ্ট লাগানো হয়েছে। লোডশেডিং এর সময় বিকল্প হিসাবে জেনারেটর ব্যবস্থ করা হয়েছে। পুলিশ লাইন্সে অবস্থিত সকল ভবনের রং করা হয়েছে। তার ধারাবাহিকতায় সর্বশেষ ২নং এল.পি. গেইট পুনঃ নির্মাণ করা হলে এবং পরিকল্পনাধীন রয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, পুকুর পুনঃ খনন ও সংস্কার কাজ।