শিরোনাম

South east bank ad

কোভিড হিরো অ্যাওয়ার্ড পেলেন চন্দনাইশের শফিক

 প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

করোনাকালে দুঃসাহকিতার পরিচয় দিয়ে সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে বীরত্বের সঙ্গে কাজ করে কোভিড অ্যাওয়ার্ড পেয়েছেন চন্দনাইশ উপজেলার দোহাজারীর পৌরসভার দিয়াকুল এলাকার সন্তান প্রমিসেস হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম। সমাজসেবায় অবদান রাখায় ইতিপূর্বে শফিক বহুবার পুরস্কৃত হয়েছেন। শুক্রবার শফিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই প্রাপ্তিতে মহামারি পরিস্থিতিতে আমি আর আমার প্রতিষ্ঠান প্রমিসেস মেডিকেল সদা সর্বদা জনগণের পাশে থেকে সেবা দিয়েছি। এছাড়াও মাদকের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের বেকারত্ব দূর করতে এবং প্রধানমন্ত্রীর ভিশন- ‘গ্রাম হবে শহর’, এ লক্ষ নিয়ে গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন শফিক। পাশাপাশি এলাকার যুবকদের কাজে লাগানোর জন্য পশু খামার মৎস্য প্রজেক্ট, বিভিন্ন ফলজ বনজ বাগান করে এলাকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

‘ইউনাইটেট মুভমেন্ট ফর হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠন তাকে এ সম্মাননা দেয়। হোটেল শেরাটন হল রুমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক যুগ্ম সচিব পীরজাদা হারুনুর রশিদ ও দেশবরেণ্য অতিথিদের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: