মাদারীপুরের ঘটমাঝিতে আর্থিক অনুদান বিতরণ
এসএম আরাফাত হাসান (মাদারীপুর) :
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সাড়ে ৭’শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে মাদারীপুর জেলা কারাগারের গেটের সামনে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার সম্পাদক ড.আবদুস সোবাহান গোলাপ অনলাইনে মোবাইলের মাধ্যমে আর্থিক অনুদান বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপের পক্ষে ভ্যান, ইজিবাইকসহ শ্রমজীবি সাড়ে ৮’ পরিবারের মাঝে অর্থ বিতরণ করেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান খলিল দর্জি।
এসময় আর্থিক অনুদান বিতরণের অনুষ্ঠানের বক্তব্য সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খলিল দর্জি জানিয়েছেন, করোনায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত ঘটমাঝি ইউনিয়নের সাড়ে ৮’শ পরিবারকে আমরা ঈদ উপহার হিসেবে অর্থ বিতরণ করেছি। আমাদের এমপি গোলাপ ভাইয়ের উদ্যোগে পর্যায়ক্রমে ঘটমাঝি ইউনিয়নের আরো মানুষকে এই আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ইটেরপুল ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইকবাল হাওলাদার, মোশারেফ হোসেন দর্জিসহ ঘটমাঝি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।