বিধি-নিষেধ বাস্তবায়নে শরীয়তপুর জেলা পুলিশের কঠোর অবস্হান করোনা সংক্রমণ বিস্তার রোধে বিশেষ ভুমিকা রেখেছে
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে ১লা জুলাই থেকে সরকার কর্তৃক ঘোষিত বিধি-নিষেধ ও চলাচল নিয়ন্ত্রণে এবং লকডাউন যথাযথভবে বাস্তবায়নে শরীয়তপুর জেলা পুলিশি সুপার এস. এম. আশরাফুজ্জামান এর দিকনির্দেশনায় সক্রিয় ছিলো শরীয়তপুর জেলার সর্বস্তরের পুলিশ বাহিনী।
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ০১ জুলাই থেকেই জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় পুলিশি চেকপোস্ট। প্রয়োজন ব্যতীত বাহিরে অবস্থান করলেই নেওয়া হয় আইনি ব্যবস্থা। শরীয়তপুর শহরে এবং জেলার সকল থানা এলাকার জনসমাগম নিয়ন্ত্রন এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও সকল থানা পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
এসময় সর্বসাধারণকে ঘরমুখী করতে সচেতনতামূলক প্রচারণা, অনুমতি বিহীন যানবাহন আটক সহ নিরাপত্তা জোরদার করা হয়। বিধিনিষেধ আরোপ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে সবসময় মাঠে ছিলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
সরকার কর্তৃক ঘোষিত বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাটে টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসমাগম নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীয়তপুর জেলা পুলিশ।
করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গন হতে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান জেলা পুলিশের ইউনিটের অফিসারদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা ও সার্বিক আইন-শৃঙ্খলার বিষয়ে নির্দেশনা প্রদান করেন এবং অীফসারগণ নির্দেশনা অনুযায়ী সতর্ক অবস্থানে থেকে বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করতে থাকেন।
বিধিনিষেধ বাস্তবায়নে ও জনগণকে সচেতন করতে "বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর নির্দেশে জেলা পুলিশের উদ্যোগে জেলার ০৭ টি থানাধীন সর্বমোট ৭৩ টি বিট এলাকার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে সংশ্লিষ্ট বিট অফিসার ও থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগানো হয়। এর মাধ্যমে পুলিশের সেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া অধিকতর সহজ হয়। সাধারণ মানুষ কোন রকম বিলম্ব ছাড়াই তাৎক্ষণিক পুলিশি সেবা নিতে পারেন। জনবান্ধব পুলিশিং গড়ে তোলার অভিপ্রায়ে এবং পুলিশের সাথে জনগণের সেতুবন্ধন শতভাগ নিশ্চিত করে সেবার মান উন্নয়নে এবং করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে অনন্য ভূমিকা রেখেছে শরীয়তপুর জেলা বিট পুলিশিং।
জনসচেতনতামূলক প্রচারনার অংশ হিসেবে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর দিকনির্দেশনায় ও শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর তত্ত্বাবধানে জেলার সকল থানা ও বিট এলাকার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের পূর্বে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারনা করা হয়।
কঠোর বিধি-নিষেধ এর শেষ দিনেও শরীয়তপুরে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে শরীয়তপুর জেলা পুলিশি সুপার এস. এম. আশরাফুজ্জামান এর দিকনির্দেশনায় কঠোর অবস্থানে ছিল শরীয়তপুর জেলা পুলিশ।