কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের অনুকূলে ঈদ উপহার পৌছালেন রাজশাহীর এসপি
আজ ১৪ জুলাই ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের অনুকূলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ কর্তৃক প্রদত্ত নগদ অর্থ আইজিপির পক্ষে পরিবারের সদস্যদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) । পাশাপাশি রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করেন পুলিশ সুপার । এ সময় জেলা পুলিশের অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন।