ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নির্দেশনা দিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার
টাঙ্গাইলে গতকাল মঙ্গলবার ১৩ জুলাই ২০২১ইং তারিখ জেলার সব সার্কেল অফিস, থানা অফিসার ইনচার্জদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুন-২০২১ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, চুরি, গণধর্ষণ মামলার বিবরণী ও সর্বশেষ অগ্রগতি এবং মূলতবি মামলা, অপমৃত্যু মামলা, মূলতবি গ্রেফতারি পরোয়ানা পরিসংখ্যান, সিডিএমএস বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় ।
এ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এবং সবার উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।
এ সময় উক্ত ভিডিও কনফারেন্সে টাঙ্গাইল জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।