ফুলপুরে কংস নদী থেকে মরদেহ উদ্ধার
এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):
ময়মনসিংহের ফুলপুরে কংস নদী দিয়ে ভেসে যাওয়া একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম
হাছেন শিকদার (৬৫), তিনি উপজেলার বালিয়া ইউপির সলংগা গ্রামের মৃত শামছুদ্দিন শিকদারের পুত্র।
জানা গেছে, গত ১২ জুলাই রোজ সোমবার বিকালে কংস নদে ভেসে যাওয়া একটি লাশ এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে রাতে বালিয়ার সলংগা গ্রামের শিকদার বাড়ীর হাছেন শিকদারের ছেলে মুন্জুরুল শিকদার ছবি দেখে নিশ্চত হয় এটা তার পিতা।
পরে ১৩ জুলাই রোজ মঙ্গলবার ভোরে মোটর সাইকেল নিয়ে কংসের পাড় ধরে তারা ভাটিতে খুঁজতে খুজতে ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ডোবায় লাশটিকে আটকায়। তার ছেলে পিতার পড়নের লুঙ্গি ও চেহারা দেখে তা প্রাথমিক ভাবে তার পিতার লাশ বলে শনাক্ত করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ধোবাউড়া থানা পুলিশের মাধ্যমে সূরতহাল রিপোর্ট তৈরী করে লাশটি স্বজনদের কাছে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।