শিরোনাম

South east bank ad

নৌকায় ভাসমান জীবনের অবসান : সহায়তা পেয়ে এখন ভালো আছেন শরীয়তপুরের গোলাপী বেগম

 প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

দীর্ঘ ১৪ বছর ধরে বৃদ্ধ সন্তান নুরু মিয়াকে নিয়ে অশীতিপর গোলাপী বেগমের নৌকায় ভাসমান জীবনের অবসান হয় গত ২০ জুন। এদিন মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার একটি ঘর তাকে প্রদান করা হয়। আজ ১৩ জুলাই শরীয়তপুর জেলা প্রশাসক ডামুড্যা উপজেলার দারুল আমানে গোলাপী বেগমের ডাঙ্গার সংসারে হাজির হন প্রধানমন্ত্রীর উপহার 'মানবিক সহায়তা' ও নগদ অর্থ নিয়ে। গোলাপী বেগমের ঘরে ডামুড্যা উপজেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত নতুন খাট, বালিশ, তোষক, সিলিং ফ্যান, মিটসেফ আর গ্যাসের চুলা যেন নতুন দিনের স্বপ্ন বুনছে। এসকল উপহার পেয়ে আমাদের গোলাপী বেগম খুশীতে দু'হাত তুলে দোয়া করলেন প্রধানমন্ত্রীর জন্য।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: