শিরোনাম

South east bank ad

টিকার নিবন্ধন করেছেন খালেদা জিয়া : কেন্দ্র রেখেছেন শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল

 প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসার পর গত ১৯ জুন রাতে তিনি গুলশানের বাসায় ফেরেন। পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতালে জীবাণু এবং দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণের মধ্যে ঝুঁকি এড়াতে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। বর্তমানে তিনি বাসাতেই আছেন।

করোনাভাইরাসের টিকা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যে করেছেন নিবন্ধন। তবে কবে টিকা নিতে পারবেন তা এখনো নিশ্চিত হতে পারেননি সাবেক এই প্রধানমন্ত্রী। কারণ অনলাইন নিবন্ধনের পর এখনো তিনি ফিরতি এসএমএস পাননি। সোমবার বিকালে টিকার জন্য খালেদা জিয়ার নিবন্ধন করার নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল বলেন, ‘ডা. জাহিদ হোসেন জানিয়েছেন চেয়ারপারসন টিকার জন্য নিবন্ধন করেছেন।’

জানা গেছে, গত ৯ জুলাই সুরক্ষা অ্যাপ থেকে টিকার নিবন্ধন করেছেন করোনা থেকে সেরে ওঠা বেগম খালেদা জিয়া। মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেয়ার কথা রয়েছে।

খালেদা জিয়ার করোনা শনাক্ত হয় গত ১৪ এপ্রিল। প্রথম দিকে বাসায় চিকিৎসা নিলেও পরে শারীরিক অবস্থা খারাপ হলে ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৯ মে তার করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ আসে। তারপরও শারীরিক সমস্যা থাকায় প্রায় দেড় মাস তাকে হাসপাতালে থাকতে হয়। কিছুদিন সেখানকার করোনারি কেয়ার ইউনিটেও (সিসিইউ) রাখা হয়েছিল বিএনপি চেয়ারপারসনকে।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখনো খালেদা জিয়ার করোনা–পরবর্তী চিকিৎসা চলছে। তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি খালেদা জিয়ার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: