ময়মনসিংহে ভোক্তা অধিকার সংরক্ষণের বাজার তদারকি অভিযান
এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা’র অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাদ মেহের সদর উপজেলার চুরখাই বাজারে ১১ জুলাই তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে ০২টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাদ মেহের।