বর্ষীয়ান সাংবাদিক অরুণ দাশগুপ্ত এর মৃত্যুতে চিটাগাং চেম্বারের শোক প্রকাশ
কে এম রুবলে চট্টগ্রাম):
বর্ষীয়ান সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত ১০ জুলাই বার্ধক্যজনিত কারণে পটিয়াস্থ ধলঘাট গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তাঁরা বলেন-জ্ঞানে, পান্ডিত্যে ও অভিজ্ঞতায় অনন্যসাধারণ ব্যক্তিত্ব ছিলেন অরুণ দাশগুপ্ত। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সংগীত, রাজনীতি, দর্শন, ইতিহাস, ঐতিহ্যসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানী এই মানুষটির প্রয়াণ চট্টগ্রামের সাহিত্য এবং সাংবাদিকতা জগতে যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। উল্লেখ্য, প্রয়াত অরুণ দাশগুপ্ত ১৯৭৩ সালে যোগ দেন স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদীতে। তিনি সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘসময় কবিতা এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ লিখেছেন। কবি-সাহিত্যিক-সাংবাদিক সর্বমহলে তিনি ‘দাদামনি’ নামে পরিচিত ছিলেন।