সরকার ওয়েটব্লু চামড়া রপ্তানির অনুমতি দিল ৫ প্রতিষ্ঠানকে
দেশে এই প্রথমবারের মতো সরকার ৫টি প্রতিষ্ঠানকে ২০ লাখ বর্গফুট করে মোট ১ কোটি বর্গফুট ওয়েটব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আবেদন সাপেক্ষে অনুমতি পাওয়া ৫ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কামাল ব্রাদার্স, আস্ক ইনভেস্টমেন্ট, লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ (ইউনিট- ২), মেসার্স কাদের লেদার কমপ্লেক্স এবং আমিন ট্যানারি লিমিটেড।