সপ্তাহ জুড়ে টার্নওভার বেশি ছিল বস্ত্র খাতে
পুঁজিবাজারের তালিকাভুক্ত খাতগুলোর মধ্যে গেল সপ্তাহে সবচেয়ে বেশি টার্নওভার ছিল বস্ত্র খাতে। সপ্তাহটিতে এ খাতে টার্নওভার হয়েছিল ১৮.৫০ শতাংশ। একই খাতে রিটার্ন ছিল ৩.২০ শতাংশ। টার্নওভারে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ওষুধ এবং রসায়ন খাত। সপ্তাহজুড়ে খাতটিতে টার্নওভার ছিল ১২.৬০ শতাংশ। আর রিটার্ন ছিল ২.৫০ শতাংশ। ইবিএল সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
এছাড়াও বিবিধ খাতে টার্নওভার হয় ৯.৯০ শতাংশ, প্রকৌশল খাতে টার্নওভার হয় ৮.৯০ শতাংশ, ব্যাংক খাতে টার্নওভার হয় ৮.১০ শতাংশ, সাধারণ বিমা খাতে টার্নওভার হয় ৭.৬০ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে টার্নওভার হয় ৬.৮০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে টার্নওভার হয় ৪.৯০ শতাংশ, জীবন বিমা খাতে টার্নওভার হয় ৩.৬০ শতাংশ, খাদ্য এবং আনুষাঙ্গিক খাতে টার্নওভার হয় ৩.৪০ শতাংশ, সিমেন্ট খাতে টার্নওভার হয় ৩.০০ শতাংশ, আইটি খাতে টার্নওভার হয় ২.৩০ শতাংশ, টেলিকমিনিউকেশন খাতে টার্নওভার হয় ১.৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে টার্নওভার হয় ১.১০ শতাংশ, সিরামিক খাতে টার্নওভার হয় ১.১০ শতাংশ, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে টার্নওভার হয় ১.০০ শতাংশ, চামড়া খাতে টার্নওভার হয় ০.৯০ শতাংশ, ভ্রমণ খাতে টার্নওভার হয় ০.৫০ শতাংশ, এবং পাট খাতে টার্নওভার হয়েছে ০.১০ শতাংশ।