শিরোনাম

South east bank ad

তড়িঘড়ি করার ফলে ঘর ধ্বসে পড়েছে

 প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কায়সার সামির (মুন্সিগঞ্জ):

বাংলাদেশ আশ্রয়ন প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর বিশেষ উপহার মুজিব শতবর্ষের ঘর নির্মাণ কাজ তড়িঘড়ি করায় ঘর ধ্বসে পড়েছে। এছাড়া জায়গা নির্ধারণে ছিলো সমস্যা। শুক্রবার দুপুর দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পরিচালক আরো বলেছেন, দেশের বিভিন্ন জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। এটা আমাদের জন্য দুঃখজনক। বালু ভরাটের সাথে সাথে ঘর নির্মাণের কাজ শুরু করায় ঘর ধ্বসে পড়ে। নবীন ইউএনও ও এসিল্যান্ড না বুঝার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ঘর নির্মাণের সামগ্রী সঠিকভাবে না দেওয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেছেন, যেহেতু এখন পর্যন্ত ঘর নির্মাণ করে আমাদের বুঝিয়ে দেয়া হয়নি। যখন বুঝিয়ে দেওয়া হবে, তখন সে সব সমস্যাগুলো সমাধান করে ঘরগুলো হস্তান্তর করা হবে। তিনি আরো বলেছেন, ঘর নির্মাণে সংশ্লিষ্টরা কাজের ত্রুটি-বিচ্যুতি করে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদা রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: