১০ জুলাই থেকে ভর্তি আবেদন শুরু সরকারি সাত কলেজের
মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ভর্তির আবেদন প্রথম পর্যায়ে করোনা পরিস্থিতি বিবেচনায় ও লকডাউন ঘোষণা করায় স্থগিত থাকলেও, আবেদন শুরু হতে যাচ্ছে আগামী ১০ জুলাই থেকে। আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শনিবার (১০ জুলাই) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।’
আবেদনের ন্যূনতম যোগ্যতা:-
২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন ইউনিটের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন কেবল তারাই আবেদন করতে পারবেন।
ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৭ হতে হবে, বাণিজ্য ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে ন্যূনতম ৬ দশমিক ৫ হতে হবে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে ন্যূনতম ৬ হলে তারা আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার নম্বর ও পাস নম্বর :-
২০২০-২১ শিক্ষাবর্ষে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাস নম্বর ৪০ শতাংশ অর্থাৎ ৪৮।
ভর্তি পরীক্ষার ফি ও ফি জমাদান পদ্ধতি :-
২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। ফি জমা দেয়া যাবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে।
ভর্তি নির্দেশিকা পেতে নিচে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন :
https://collegeadmission.eis.du.ac.bd/bn/408b7c8ad06e4d9954fa2d948a01f508
আবেদন করতে সরাসরি এখানে ক্লিক করুন:
http://7college.du.ac.bd/admission.php?fbclid=IwAR0uzNQC7_txGZgclVMj_KKziuqUlI8FxSYEyDTPQ_zOPBUriGn3zvwRdnI