মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মৃত্যু
মেহের মামুন (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহীর মৃত্য ও চালক আহত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকালে মুকসুদপুর কলেজ মোড়ে মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী মেহেদী ব্যাপারী (১৯) নিহত হয়। মটর সাইকেল চালক সজিব তালুকদার (২৫) গুরুতর আহত হলে তাকে ফরিদপুর মেডেকেলে প্রেরণ করা হয়েছে। নিহত মেহেদী ব্যাপারী ভাঙ্গা উপজেলার ব্রাম্যনপাড়া গ্রামের আব্দুল জব্বার ব্যাপারীর ছেলে। মুকসুদপুর থানার উপ-পরিদর্শক রোমান সরদার সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিৎ করেছেন।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড় নামক স্থানে একটি দ্রুতগতির মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পল্টিখেলে ঘটনাস্থলে মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত মটর সাইকেল চালককে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।