শিরোনাম

South east bank ad

নদীর পাড় ভাঙ্গে বাড়ে যমুনা নদীর সীমানা

 প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো.আবু জুবায়ের উজ্জল (টাঙ্গাইল):

যমুনা নদীর সাথে যুদ্ধ করে জীবন যাপন করছে নদী পাড়ের মানুষ । যমুনার নদীর ভাঙ্গনে পাল্টে গেছে সলিমাবাদ ইউনিয়নের দৃশ্যপট। যেখানে কিছু দিন আগেও ছিল ফসলের মাঠ, বসতবাড়ি ও খেলার মাঠ । চার পাশে এখন শুধু পানি আর পানি। নদীর পাড় ভাঙ্গে বাড়ে যমুনা নদীর সীমানা। সেই সাথে বাড়ে পাড মানুষের কান্না আর কষ্ট। যমুনা পাড়ের অসহায় মানুষের চোখের পানি আর নদীর পানি আজ একাকার।

নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাষ ঘুণি পাড়া ও খাষ তেবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, শত শত একর ফসলি জমি, বহু ঘর বাড়ি নদী গর্ভে বিলিন হচ্ছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী মো. সোলায়মান ভূইয়া জানান, ভাঙ্গন রোধে সাময়িক ইমার্জেন্সি কাজ চলছে। তবে এটা কোন স্থায়ী সমাধান না। ভাঙ্গন রোধ ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মানের বিকল্প নেই বলেও তিনি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: