শিরোনাম

South east bank ad

ভার্চুয়াল প্লাটফর্মে ইডকল এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সম্প্রতি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভাটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও ইডকলের চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সভায় জানানো হয়, ২০২০ হিসাব বছরে কোম্পানির পরিচালন মুনাফা হয়েছে ৩১৮ কোটি ১৭ লাখ টাকা। আলোচ্য অর্থবছরের জন্য ৪৬ কোটি টাকা লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ২৩ কোটি টাকা নগদ লভ্যাংশ হিসেবে সরকারকে দেয়া হবে। বাকি ২৩ কোটি টাকা বোনাস শেয়ার হিসেবে যুক্ত হবে কোম্পানির পরিশোধিত মূলধনে। এরমধ্য দিয়ে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৭১৫ কোটি টাকা থেকে বেড়ে ৭৩৮ কোটি টাকায় দাঁড়াবে।
এতে অন্যদের মধ্যে অংশ নেন ইডকলের শেয়ারহোল্ডার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, শেয়ারহোল্ডার ও পরিচালক অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বাকী, নিহাদ কবির, আব্দুল হক, একেএম নুরুল ফজল বুলবুল এবং ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদ মালিক।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: