ভোলায় ২৬ জনের কারাদন্ড, ১০ লাখ টাকা জরিমানা
সিমা বেগম (ভোলা সদর):
ভোলায় কঠোর বিধিনিষেদের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং বিনা কারনে ঘোরাঘুরির অপরাধে এক সপ্তাহে ২৬ জনের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
এছাড়া সাত উপজেলায় এক হাজার ৬১ জনকে জরিমানা করা হয়। জেলার সাত উপজেলায় সর্বমোট ১২১ টি মোবাইল কোর্টে এক হাজার ২৩টি মামলা হয়েছে।
১ জুলাই থেকে বুধবার (৭ জুলাই) পর্যন্ত এ জেল জরিমানা হয়েছে ১০ লাখ ২৯ হাজার ১৫০ জন।
এদিকে কঠোর বিধিনিষেদের ৭ম দিনে জেলার ৭ উপজেলায় আরো ৭ টি মোবাইল কোর্টে ৫০ জনকে ৪০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ২ জনকে ৩ দিন করে কারাদন্ড দেয়া হয়।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিতি করেছেন।
এদিকে শহরের গুরুপ্তপূর্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট,পুলিশ,নৌ বাহিনী,বিজিবি,কোস্টগার্ড, ও র্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের টহল চলছে।
এবং চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।
সড়কে চলনি কোন গনপরিবহন,নেই জানজট, ভীড় কিংবা জনসমাগম। সড়কগুলো ফাঁকা দেখা গেছে।