শিরোনাম

South east bank ad

সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের নজরদারিতে রাখতে হবে: শিক্ষা উপমন্ত্রী নওফেল

 প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের নজরদারিতে রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (৭ জুলাই) দুপুরে নগরের জিইসি মোড়ে মহানগর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। যা বাস্তবায়ন করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আছে যারা সবসময় এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। তাই সব ধর্ম ও দেশের মানুষের এ গোষ্ঠীকে নজরদারিতে রাখতে হবে, যাতে করে তারা কোনো ধরনের গুজব বা অপপ্রচার চালিয়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: