খুলনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আজ ৬ জুলাই খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে খুলনা জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় খুলনা জেলা পুলিশের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমন, মাদক চোরাচালান রোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় ইন্সপেক্টর ক্যাটাগরিতে কয়রা থানার ওসি মোঃ রবিউল হোসেন, সাব-ইন্সপেক্টর ক্যাটাগরিতে পাইকগাছা থানার মোঃ তাকবীর হোসাইন, সার্জেন্ট ক্যাটা্গরিতে সার্জেন্ট মোঃ শাহরিয়া ইসলাম এবং এএসআই ক্যাটাগরিতে রূপসা থানার এএসআই খন্দকার হুমায়ুন বেস্ট অফিসার নির্বাচিত হন। পরিশেষে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে পুলিশ সুপার অপরাধ সভার সমাপ্তি ঘোষণা করেন।