শিরোনাম

South east bank ad

কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন আগামী ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কোরবানির পশু পরিবহনের জন্য জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে ৩ দিন বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, আগামী ১৭ জুলাই শনিবার থেকে ১৯ জুলাই ২০২১ইং তারিখ সোমবার পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে।
জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ৬টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।
এছাড়া খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। তবে যদি ব্যবসায়ীদের আগ্রহ থাকে তাহলে এখান থেকেও স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: