সাংবাদিকদের সাথে লকডাউন সংক্রান্ত মতবিনিময় করলেন গোপালগঞ্জের পুলিশ সুপার
গতকাল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াস্থ বিভিন্ন চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহ পরিদর্শন করে সরকারি নির্দেশনা বাস্তবায়ন তথা লকডাউন কার্যকর ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম। এসময় পাটগাতি ও বাঁশবাড়িয়া চেকপোস্ট, পাটগাতি ও বাঁশবাড়িয়া বাজার সংলগ্ন এলাকা এবং বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্প ভিজিট করে সাংবাদিকবৃন্দের সাথে লকডাউন সংক্রান্ত মতবিনিময় করেন পুলিশ সুপার । জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ, টুঙ্গিপাড়া সহ জেলা পুলিশের বিভিন্ন সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।