জামালপুরে নতুন করে আক্রান্ত ৬০, উপসর্গ নিয়ে মৃত্যু ১জন, চলছে কঠোর লকডাউন
শামীম আলম (জামালপুর) : জামালপুরে প্রতিদিন বেড়েই চলছে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে যুক্ত হচ্ছে মৃত্যুর সংখ্যা। গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ১৯.৬৮শতাংশ থেকে বেড়ে ২৫.৬০ হয়। যা গতকালের তুলনায় ৫.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে । নতুন করে একদিনে ৬০ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন করে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ও রেপিড এন্টিজেনে ২০০টি নমুনা পরীক্ষায় জামালপুর জেনারেল হাসপাতালের এক চিকিৎসকসহ ৬০জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়। এড়াছাও ইসলামপুর উপজেলা করোনার উপসর্গ নিয়ে আব্দুল আলিম নামের ৫০বছর বয়সী এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন। জেলায় জ্বর সর্দি,কাশি করোনার মত উপসর্গ বেড়ে গেছে। এদিকে অন্য উপজেলার তুলানায় মেলান্দহ ও দেওয়ানগঞ্জ উপজেলার নমুনা পরীক্ষা তুলনা মুলুক অনেক কম থাকায় শনাক্তের সংখ্যা কমে গেছে বলে মনে করছেন সাধারন মানুষ। নতুন শনাক্ত হয়েছে, জামালপুর সদরে ২৬জন, সরিষাবাড়ি ৮জন, বকশিগঞ্জে ৮জন, মাদারগঞ্জে ১৭জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০৭৯জন, মোট সুস্থ ২৪৯৯জন, মোট মৃত্যু ৫৩জন। রেফার্ড ৪১জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৪৯৬ জন। এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে,জামালপুর কেভিড ইউনিটে ১১জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫জন ও ঢাকায় ২জন। জামালপুরে আজ চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিন। উর্ধ্বমুখী করোনার বিস্তার ঠেকাতে সর্বাত্মক লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী, বিজিবি,পুলিশ, র্যাব ,আনসার। শহরের বিভিন্ন পয়েন্ট পুলিশের সদস্যরা সরকারি বিধিনিষেধ কার্যকর করতে চেকপোস্ট বসিয়েছেন। নির্বাহী মেজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।