রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
রাজধানীর ঐতিহ্যবাহী সদরঘাট লঞ্চ টার্মিনালে পূবালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক এবং পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আলম খান চৌধুরী এ এটিএম বুথের উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ আলী এবং ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক (জিএম) এএস সিরাজুল হক চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।