শিরোনাম

South east bank ad

মুক্তাগাছায় লকডাউনের ৪র্থ দিনে ১০ মামলায় জরিমানা

 প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
মুক্তাগাছা উপজেলায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে গত বৃহস্পতিবার। চলমান লকডাউনের ৪র্থ দিন। এদিন সকাল থেকে উপজেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। এরই মাঝে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া কোন কোন জায়গায় দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে জরিমানা করা হয়। এছাড়াও বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে বের হলেই পড়তে হচ্ছে জবাবদিহিতার মধ্যে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে এবং মাস্ক পরিদান না করলেও গুনতে হচ্ছে ভ্রাম্যমান আদালতে জরিমানা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ৪র্থ দিনে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মাসুদ রানা দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ টি মামলায় ৭৬০০ টাকা জরিমানাদন্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মাসুদ জানান, বিভিন্ন অজুহাতে মোটরবাইক নিয়ে বের হচ্ছেন তরুণ প্রজন্ম/ স্কুল কলেজ পড়ুয়া ও অন্যন্যরা। তাদের কাছে বের হওয়ার অজুহাত থাকলেও মোটরবাইক চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স / হেলমেট/ রেজিস্ট্রেশন সনদ নেই। এ সকল অপরাধে মোটরবাইক চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর অধীন ভ্রাম্যমাণ আদালতে জরিমানাদন্ড আরোপ করা হয়। দোকান পাট খোলা রাখা, অপ্রয়োজনে বের হওয়া ইত্যাদি কারণেও দ- আরোপ করা হয়েছে। সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

তিনি মুক্তাগাছাবাসীর উদ্দেশ্যে বলেন, নিজে এবং পরিবারকে নিরাপদে রাখতে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবেননা। নিরাপদ দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরিধান করুন, নিজে নিরাপদ থাকুন এবং আপনার পরিবারকে নিরাপদ রাখুন ও সকলেই সুস্থ থাকুন। ৪র্থ দিনে লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: