ময়মনসিংহে করোনার টিকাদান কেন্দ্র পরিদর্শনে মেয়র টিটু
এইচ. এম জোবায়ের হোসাইন ( ময়মনসিংহ ) :
সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্থাপিত করোনা ভাইরাস টিকাদান কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। পরিদর্শনকালে টিকা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন মেয়র।
এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ ফজলুল কবীর, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, মেডিকেল অফিসার ডাঃ তাসমিয়া জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।