মেটলাইফের প্রথমবারের মতো বীমা খাতে সম্পূর্ণ কাগজবিহীন এজেন্ট নিয়োগ পদ্ধতি চালু
মেটলাইফ বীমা খাতে প্রথমবারের মতো সম্পূর্ণ কাগজবিহীন এজেন্ট নিয়োগ পদ্ধতি চালু করেছে। মেটলাইফের এজেন্ট রিক্রুটমেন্ট প্লাটফর্মের আধুনিকায়নের মাধ্যমে সূচনা হলো এ সম্পূর্ণ কাগজবিহীন নিয়োগ প্রক্রিয়ার।
এ ইন্ড-টু-ইন্ড ডিজিটাল এবং শতভাগ কাগজবিহীন রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে আগ্রহী প্রার্থীরা অনলাইনে এজেন্ট পেশার জন্য আবেদন করতে পারবেন, প্রশিক্ষণ সম্পন্ন করতে পারবেন এবং মেটলাইফ বাংলাদেশের এজেন্ট হিসেবে ক্যারিয়ার শুরু করার জন্য নিয়োগ চুক্তিপত্রে ডিজিটালি সই করতে পারবেন।
এমন দ্রুত এবং সুবিধাজনক প্রক্রিয়া চালু করার ফলে প্রার্থীদের নিয়োগ সম্পর্কিত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য সশরীরে মেটলাইফ অফিসে আর উপস্থিত হতে হবে না।
কাজে যোগদানের পর নতুন নিয়োগপ্রাপ্ত এজেন্ট অভিজ্ঞ এজেন্টদের কাছ থেকে প্রয়োজনীয় সব পরামর্শ পাবেন। মেটলাইফের ডিজিটাল টুলের মাধ্যমে গ্রাহকের সঙ্গে যোগাযোগ করতে শুরু করবেন।