টিকাদান কর্মসূচির নিবন্ধন তালিকায় নাম নেই সাত কলেজের
মো: ফেরদৌস রহমান:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই নানান আগ্রাসনের শিকার হয়ে আসছে রাজধানীর সরকারি সাতটি কলেজ। ঢাবি বিমুখতার কবলে পড়ে অন্ধার ভবিষ্যতের দিকেই হাঁটতে হচ্ছে সাত কলেজ শিক্ষার্থীদের। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ( ইউজিসি) নির্দেশনায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের করোনা সংক্রমণ প্রতিকারের ব্যবস্থা গ্রহণে, কোভিড-১৯ ভ্যাকসিন পেতে নিবন্ধন কার্যক্রমে নাম থাকলেও, তালিকায় নাম নেই সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের। ফলে, টিকা প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সাত কলেজের প্রায় ৩০ হাজারেরও বেশি আবাসিক শিক্ষার্থীদের।
তথ্যসূত্রে জানা যায় , গত বৃহস্পতিবার (১ জুলাই) সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কর্মসূচি বাস্তবায়ন করতে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করেন সরকার। করোনা সংক্রমণের ফলে দীর্ঘদিন বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তাই, দেশের বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কমিয়ে আনতে আবাসিক শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে, এই টিকাদান কর্মসূচি গ্রহণ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি)।
এজন্য প্রারম্ভে আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট প্রশাসনের নিকট চিঠিও প্রেরণ করেন উক্ত কমিশন। ১লা জুলাই থেকে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি নিবন্ধন কার্যক্রম।
প্রাথমিক অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে দেশের ৩৮ বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৩ হাজার ১৫২ জন আবাসিক শিক্ষার্থীর তালিকা দিয়েছে ইউজিসি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো সেই তালিকার ভিত্তিতে এরইমধ্যেই সুরক্ষা ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। তবে ইউজিসির পাঠানো ঐ তালিকায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও, কেন সাত কলেজের নাম নেই তার সুনির্দিষ্ট সদুত্তর দিতে পারেননি সাত কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এতে করে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও তৈরি হয়েছে ধোঁয়াশা। ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থী শায়েল বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন টিকার জন্য আবেদন করছে তখনও আমাদের কাছে তথ্যই চাওয়া হয়নি। আমরা এতো ভোগান্তির শিকার কেন! আমাদের এই দায়ভার কে নিবে! ঢাবির উচিৎ এবিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। সাত কলেজের বিপুল পরিমাণ শিক্ষার্থীদের টিকা প্রাপ্তির বিষয়টি সম্পূর্ণ অনিশ্চিত।
অপরদিকে সাত কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রাপ্তির ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেনি সাত কলেজের একাডেমিক কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ও। অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, ইউজিসি বিশ্ববিদ্যালয়ের কাছে আবাসিক শিক্ষার্থীদের তালিকা চেয়েছে। আমরা আমাদের আবাসিক শিক্ষার্থীদের তালিকা পাঠিয়েছি। সাত কলেজের শিক্ষার্থীদের বিষয়ে আমরা কিছু জানি না। এ বিষয়ে সাত কলেজ অধ্যক্ষ ও শিক্ষকরা ভালো বলতে পারবেন।
তবে কোনো সদুত্তর দিতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সলিমুল্লাহ খোন্দকারও। তিনি বলেন, এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ আমাদের কাছে কোনো ধরনের তথ্য চায়নি। তবে আমাদের ডিজিটাল ডাটাবেজে সব শিক্ষার্থী এবং আবাসিক শিক্ষার্থীদের তালিকা করা রয়েছে। যে কোন মুহূর্তে তারা চাইলেই আমরা সেটি দিতে পারব। কেন এখন পর্যন্ত সাত কলেজ শিক্ষার্থীদের তালিকা করা হলো না সে বিষয়ে আমি অবগত নয়। আপনারা যেহেতু লেখালেখি করছেন বিষয়টি নিয়ে আমি মন্ত্রণালয়ে কথা বলবো।