প্রতারক চক্রের হোতাদের আটক করলো কিশোরগঞ্জ জেলা পুলিশ
কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) -এর সরাসরি নির্দেশনায় ও বাংলাদেশ এন্ট্রি টেরিজম ইউনিটের সহায়তায় এবং ইফতেখারুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেলের প্রত্যক্ষ অংশগ্রহণ , বুদ্ধিমত্তা, অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় প্রতারক চক্রের হোতাদের আটক করা হয়।
আটক করা আসামিদের মধ্যে অনলাইন প্রতারক চক্রের দলনেতা, ভুয়া কবিরাজ, নগদ ও বিকাশের মাধ্যমে প্রতারণাকারী প্রতারক চক্রের অন্যতম হোতা আজমির, অন্তি চৌধুরী, মন্দুল কবিরাজ, আলী আজগর কবিরাজ, আলী আকবর, কবিরাজ ফারুক এবং সাগরকে করিমগঞ্জ থানার জাফরাবাদ এলাকা থেকে আজ শনিবার ৩ জুলাই ২১ইং তারিখ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং এলাকাবাসীসহ অন্যত্র বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে। জনমনে স্বস্তি ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।