মুক্তাগাছায় কঠোর লকডাউনে মাঠে প্রশাসন
এইচ. এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ ) :
মুক্তাগাছা উপজেলায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যাও কম। তবে আঞ্চলিক সড়কগুলোতে রিক্সা, ভ্যান জরুরি পণ্য সরবরাহ ছাড়াও কিছু ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক চলাচল করছে। এদিকে মানুষকে ঘরে রাখতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীসহ বিপুল সংখ্যক আইন শৃংঙ্খলাবাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে টহল দিচ্ছে। বিভিন্ন মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন স্থান ঘুরে মানুষকে মাস্ক পরিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়।
আব্দুল্লাহ আল মনসুর জানান, সরকার নির্ধারিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। জনগণকে ঘরে রাখতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সড়ক হাটবাজারগুলোতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়াও মুক্তাগাছা থানা এলাকায় লকডাউন বাস্তবায়নে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী যৌথভাবে মাঠে কাজ করছি।