শিরোনাম

South east bank ad

মাধবপুরে লকডাউন বাস্তবায়নে মাঠে মেয়র ও কাউন্সিলরা

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি (মাধবপুর) :
বৃহত্তর সিলেটের প্রবেশদ্বার ও বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত ব্যস্ততম মাধবপুর বাজারে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি পৌরসভার মেয়র ও কাউন্সিলরা মাঠে নেমেছেন।

নিজে বাঁচুন, অন্যকে বাঁচান- এ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে হ্যান্ডমাইক নিয়ে পৌর মেয়র হাবিবুর রহমান মানিক কাউন্সিলরদের সঙ্গে নিয়ে মাধবপুর বাজারের অলিগতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে সরকারি বিধিনিষেধ মানতে আহবান জানান।

এ সময় মেয়র ও কাউন্সিলরা মাস্ক বিতরণ করেন। মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, সরকার জনগণকে করোনাভাইরাস থেকে রক্ষা করতেই লকডাউন দিয়েছে। সবার সাময়িক কষ্ট হবে।কিন্তু সংক্রমণ রোধে লকডাউনের বিকল্প পথ নেই।

আগে বাঁচতে হবে, তাই প্রত্যক সচেতন নাগরিকের উচিত সাধারণ মানুষকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলা।

এদিকে লকডাউন বাস্তবায়নে প্রশাসনকে তৎপর দেখা গেছে। ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, জনগণ বিনা কারণে যাতে বের না হয় এ ব্যপারে আমরা কঠোর, মাস্ক ছাড়া কাউকে বাইরে বের হতে দেয়া হচ্ছে না।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: