শিরোনাম

South east bank ad

বেপরোয়া সিএনজি প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন পাগলের

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাসেল আহমেদ(ময়মনসিংহ সদর)
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সাতদিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়েছে। লকডাউনের প্রথম দিনেই সড়ক দূর্ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সিএনজি চাপায় নাজমুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় সিএনজির দুই যাত্রী আহত হয়েছেন।

নিহত নাজমুল ইসলাম উপজেলার দেওখলা ইউনিয়নের কালীবাজাইল এলাকার নমেজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সোয়া ৫ টার দিকে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের দেওখোলা নামকস্থানে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান বলেন,ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ যাওয়ার সময় দেওখোলা এলাকায় আসতেই একটি বেপরোয়া সিএনজি হাত পায়ে শিকল পড়া নাজমুল ইসলাম নামে একজনকে চাপা দিয়ে সিএনজিটি রাস্তার পাশেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নাজমুল মারা মারা যান। আহত হয় সিএনজির দুই যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

নিহত নাজমুলের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার পর আত্মীয়রা নাজমুলকে শনাক্ত করেন। নাজমুলের আত্মীয়রা জানায়, নাজমুল মানসিক রোগী। তাই, তাকে হাত পায়ে শিকল পড়িয়ে রাখতেন। ভোররাতে বাড়ি থেকে পালিয়ে সড়কে আসতেই সিএনজি চাপায় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নাজমুলের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: