শিরোনাম

South east bank ad

শরীয়তপুরে পুলিশ সুপার আশরাফুজ্জামানসহ মাঠে ছিলেন জেলা পুলিশের সব ইউনিট

 প্রকাশ: ৩০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

করোনা সংক্রমণ থেকে শরীয়তপুর জেলাকে নিরাপদ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে মাঠে নেমেছে জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার ২৯ জুন ২০২১ইং তারিখ সরকার ঘোষিত লকডাউনের ছিল দ্বিতীয় দিন। প্রতিদিনের মতো গতকালও শরীয়তপুরে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামানসহ মাঠে ছিলেন জেলা পুলিশের সব ইউনিট। এছাড়া জেলার সব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট।
প্রয়োজন ছাড়া বাইরে অবস্থান করলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা। শরীয়তপুর শহর এবং জেলার সব থানা এলাকায় জনসমাগম নিয়ন্ত্রন এবং আইন বহির্ভূত যান চলাচল ঠেকাতে সকাল থেকেই জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও সব থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এসময় সর্বসাধারণকে ঘরমুখী করতে সচেতনতামূলক প্রচারণা, অনুমতি বিহীন যানবাহন আটকসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরীয়তপুর, মো. আখতার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুর, মো. জামাল হোসেন মীর, পুলিশ পরিদর্শক, যানবাহন শাখা, শরীয়তপুরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে বৈশ্বিক এ করোনা ভাইরাসের সংক্রমণ হতে দেশ ও নিজেকে রক্ষা করতে আরও বেশি সচেতন হতে, স্বাস্থ্যবিধি মেনে চলতে, বিনা প্রয়োজনে ঘর থেকে বাইরে না যেতে এবং অতি প্রয়োজনে বাইরে যেতে হলে তাকে অবশ্যই মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।সবাই সচেতন হলেই এ মহামারির হাত থেকে বাঁচবে দেশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: