চট্টগ্রামে রিটেইল চেইনশপ 'মিঠাই'-এর ১০টি শোরুম চালু
সম্প্রতি বন্দর নগরী চট্টগ্রামে ১০টি শোরুম চালু করেছে জনপ্রিয় রিটেইল চেইনশপ 'মিঠাই'। চট্টগ্রামের বিভিন্ন স্থানে শোরুমগুলোর উদ্বোধন করেন বঙ্গ বেকারস লিমিটেডের নির্বাহী পরিচালক অনিমেষ সাহা।
শোরুমগুলো হলো- চট্টগ্রামের মনসুরাবাদ ডিটি রোড, চাদগাঁও আবাসিক, বহদ্দরহাট আরাকান রোড, আন্দরকিলতা মোমিন রোড, নবাব সিরাজউদ্দৌলতা রোড, বায়েজিদ বোস্তামী রোড, খুলশীর জাকির হোসেন রোড, আগ্রাবাদ শেখ মুজিব রোড ও কদমতলী বাস টার্মিনাল এলাকায়।
এ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে ক্রেতারা মিঠাইয়ের পণ্য কিনলে বিভিন্ন ছাড় পাচ্ছেন। শোরুমে ৩০ পদের অধিক মিষ্টি ছাড়াও সকাল ও দুপুরে খাবার, কেক, বার্গার, বেকারি আইটেম, স্ন্যাকস, কফি, লাচ্ছি, জুস ও বেভারেজসহ বিভিন্ন খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে অনিমেষ সাহা বলেন, 'মিঠাই'-এর লক্ষ্য সারাদেশে সুলভ মূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত মিষ্টি পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে মিঠাই সারাদেশে শোরুমের সংখ্যা বাড়ানো হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাইয়ের জেনারেল ম্যানেজার (বিপণন) মনিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) কাজী সাইফুল ইসলাম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আশরাফুল আলম ও ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মো. পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বর্তমান সময়ে ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মিঠাইয়ের ১৩০টির অধিক শোরুম চালু রয়েছে।