শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভা

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান (ঝালকাঠি ) : করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় করণীয় বিষয়ে ঝালকাঠিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের ভুর্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত সভায় ফোরামের সদস্যরা অংশ নেন। ফোরামের সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান। এছাড়াও ফোরামের সদস্যরা করোনা পরিস্থিতির নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তারা মনে করেন সরকারের দেওয়া বিধিনিষেধ সঠিকভাবে পালন করলে করোনার সংক্রমণ থেকে মুক্তি মিলবে। এমন পরিস্থিতিতে সবাইকে সুরক্ষা সামগ্রী ব্যবহার করার আহ্বান জানানো হয় সভা থেকে। সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মনিরুল ইসলাম নুপুর, খসরু নোমান, তরুণ কর্মকার, হাবিবুর রহমান হাবিল, ইসরাত জাহান সোনালী, ডালিয়া নাসরিন, আবু সাঈদ খান, সাকিনা আলম লিজা, কে এম সবুজ, এসএম রেজাউল করিম, সৈয়দ আতিকুল ইসলাম হৃদয় ও সৈয়দ আলী হাসান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: