এনআরবিসি ব্যাংক কার্ড হোল্ডাররা পাচ্ছেন ল্যাব এইডে বিশেষ ছাড়ে করোনা টেস্টের সুযোগ
এনআরবিসি ব্যাংক কার্ড হোল্ডাররা পাচ্ছেন ল্যাব এইডে বিশেষ ছাড়ে করোনা টেস্টের সুযোগ। চাইলেই ঢাকার যেকোন প্রান্তে ঘরে বসে ০১৭৬৬৬৬০৮৬৮ নাম্বারে ফোন করে করোনা টেস্টের জন্য স্যাম্পল দিতে পারবেন ৩৭০০ টাকায় (ল্যাবএইড গুলশান) এবং ল্যাবএইড ধানমন্ডি আউটলেটে গিয়ে করোনা টেস্ট করাতে পারবেন ৩০০০ টাকায়। বিস্তারিত জানতে ফোনঃ ০১৭৬৬৬৬২৪৫৬, ০১৭৬৬৬৬০৮৬৮
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক হেলথ কার্ড এর মাধ্যমেও স্বাস্থ্যেসেবা পেয়ে থাকেন গ্রাহকরা।“এনআরবিসি ব্যাংক হেলথ কার্ড” নামে ভারতের বিখ্যাত হার্ট সার্জন ডা: দেবী শেঠীর নারায়না হেলথ হাসপাতালের সাথে দেশে প্রথমবারের মতো কো-ব্রান্ড কার্ড চালু করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এই কার্ডহোল্ডারগণ আইপিডি/ ওপিডি’র ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন। এছাড়া এই কার্ড সেবার মাধ্যমে পাওয়া যাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। আরো আছে বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বিমানবন্দর থেকে যানবাহন সুবিধা। প্রয়োজনে আবাসনের ব্যবস্থা। যেকোনো স্বাস্থ্যসেবায় ৪৮ ঘন্টার মধ্যে সাড়া পাওয়া যাবে। ভিসা রেজিস্ট্রেশন/ এক্সটেশনের জন্য ডেডিকেটেড ডেস্কের ব্যবস্থা। কার্ডটির চার্জ মাত্র ৫ শত টাকা।