শিশুশ্রম নিরশন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
রাজবাড়ীতে শিশুশ্রম নিরশন বিষয়ক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৭জুন রবিবার রাজবাড়ী অফিসার্স ক্লাবে জেলা প্রশাসনের আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক লুতফর রহমান রাজস্ব, উপ আনুষ্ঠানিক শিক্ষা রাজবাড়ীর সহকারী পরিচালক, সরৎ চন্দ্র কর্মকার, রাজবাড়ী সমাজ সেবা সহকারী পরিচালক মোঃ জোবায়ের উসুফ প্রমুখ।
কর্মশালা শেষে ১৫জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ দেওয়া হয়।