ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১০জনের মৃত্যু
এইচ এম জোবায়ের হোসাইন:
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
মৃতরা হলেন- ঈশ্বরগঞ্জের ফিরোজা বেগম (৬৮) ও ধোবাউড়ার আইরিন বেগম (১৪), টাঙ্গাইলের গোপালপুরের শাহাদাৎ মিয়া (৫২), ময়মনসিংহের গৌরীপুরের জমিলা খাতুন (৫৫), মুক্তাগাছার হাবিবুর রহমান (৮৫), সদরের ভাবখালীর জামেলা বেগম (৭৫), শাহিনা আক্তার (৩৮), শেরপুরের নুরুল হক (৭০), রানী বেগম (৫০) এবং টাঙ্গাইলের নজরুল ইসলাম (৭৫)।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ১০ জনের মধ্যে ফিরোজা বেগম ও আইরিন বেগম করোনায় আক্রান্ত ছিলেন। বাকি আটজন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, রোববার সকাল ১০টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ১৩ আইসিইউ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছে ১২ জন। ২১০টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে রোগী ভর্তি আছে ১৮৮ জন।
এদিকে এক বছর পর করোনা শনাক্তে রেকর্ড করেছে ময়মনসিংহ। ২৪ ঘণ্টায় জেলায় শনাক্তের মাত্রা এক লাফে ২৭ দশমিক ৬২ শতাংশে পৌঁছেছে। আগের দিন যা ছিল ১২ দশমিক শূন্য ৩ শতাংশ। শনিবার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।