শিরোনাম

South east bank ad

ঢাবিতে সশরীরে পরীক্ষার নিয়মেই অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিস্থিতিতে সশরীরে পরীক্ষার নিয়মেই অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা, পর্যাপ্ত পর্যবেক্ষকের উপস্থিতি, উত্তরপত্র মূল্যায়ন, টেবুলেশন শিট তৈরি, পরীক্ষার ফল প্রকাশ, দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় প্রদান প্রভৃতি স্বাভাবিক সময়ের অনুরূপ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষাসংক্রান্ত নির্দেশিকায় এ তথ্য পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষা কমিটি জানায়, করোনা পরিস্থিতির ফের অবনতি ঘটায় পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। এ জন্য নির্দেশিকা তৈরি, শিক্ষক-শিক্ষার্থীদের প্রস্তুত করা, প্রশিক্ষণের জন্য দুইটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হবে।

পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ছে দ্রুত। এ সময়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ফেলতে চাই না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনলাইনে চলবে।’

উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এরই মধ্যে অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা চূড়ান্ত এবং শিক্ষক-শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ই-মেইল আইডি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে। এখন পরিস্থিতি বুঝে বিভাগ, ইনস্টিটিউটগুলো শিক্ষার্থীদের আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: