ঝালকাঠিতে আনসার ও ভিডিপি’র সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৬ জুন শনিবার দুপুরে কাঠালিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে আনসার সদস্যদের মাঝে এ চারা বিতরণ করা হয়। প্রত্যেকে সদস্যকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী চারা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মোঃ ইস্পাকুল কবির, উপজেলা প্রশিক্ষিকা আলো রানী হালদার, উপজেলা বন কর্মকর্তা মোঃ আশ্ররাফ উল্লাহ ভুঁইয়া, ঝালকাঠি জেলা পরিষদ সদস্য মোঃ সাখাওয়াত হোসেন অপু প্রমূখ।