শিরোনাম

South east bank ad

আকবরশাহ্ থানার অভিযানে সংঘবদ্ধ চুরির ঘটনায় রহস্য উদঘাটন সহ গ্রেফতার-০৩

 প্রকাশ: ২৫ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কে এম রুবেল (চট্টগ্রাম):

গতকাল দুপুরে আকবরশাহ্ থানাধীন ডিটি রোডের পূর্ব পার্শ্বে কর্নেলহাট প্রশান্তি আবাসিক গেইট সংলগ্ন “পিপাসা টেলিকম” নামক (বিকাশ ও ফ্ল্যাক্সি লোডের) দোকানের প্রোপাইটর মোঃ বেলাল(৩৬) এর দোকানের শার্টার কেটে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে আকবরশাহ থানার মামলা নং-২১/১৫৮, তাং-২৫/০৬/২০২১খ্রিঃ ধারা-৪৫৪/৪৬১/৩৮০ পেনাল কোড রুজু হয়।

পরবর্তীতে সিএমপির আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে থানা এলাকায় অভিযান পরিচালনা ০১টি এলজি, কার্তুজ, কার্টার, রেঞ্জ, ছোরা, চোরাই নগদ ৫০০০/- টাকা ও বিভিন্ন মালামাল সহ মোঃ কামাল হোসেন(৩০), মোঃ আল আমিন প্রকাশ সুমন (১৯), মোঃ আবছার হোসেন (২৪) কে গ্রেফতার করেন গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আকবরশাহ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: