সাইফুল ইসলামের ৩ সন্তান নিয়ে নিখোঁজ স্ত্রী নাছিমা
এইচ. এম জোবায়ের হোসাইন:
৩ সন্তান কে নিয়ে সাইফুল ইসলামেরস্ত্রী মোছা. নাছিমা আক্তার (৩৮) উধাও ঘটনাটি ঘটেছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্ডিপাশা গ্রামের চায়ের দোকানদার মো. সাইফুল ইসলামের স্ত্রী নাছিমা আক্তার গত ১৭ মে সোমবার আনুমানিক রাত ৯টার দিকে নান্দাইল পৌরসভার চন্ডিপাশা গ্রাম হইতে উধাও হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায় : সাইফুল ইসলামের স্ত্রী পরকীয়ার সাথে সম্পৃক্ত এমনকি সে কয়েকবার এমন ঘটনা ঘটিয়েছে নান্দাইল মডেল থানার সাধারণ ডায়েরি অনুযায়ী জানা যায়। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী এক বার উধাও হয়ে যায়। প্রায় দুই মাস পর সাইফুল ইসলাম পুনরায় আবার ফিরিয়ে নিয়ে আসেন। এমনকি তাহার স্ত্রী নাছিমা আক্তার বলেন আর কোন দিন এমন কাজের করিবে না বলে সাইফুল ইসলামের সংসার করতে থাকে।
১৩ মাস পর আবারও গত ২০ এপ্রিল আবার উধাও হয়ে যায়। সাইফুল ইসলাম সন্তানের খোঁজ এর সন্ধানে জন্য নান্দাইল মডেল থানা আরেকটি অভিযোগ দায়ের করে।অভিযোগ ভিত্তিতে এস আই আলয় চন্দ্র রায়ের নেতৃত্বে জানতে পারে যে ভিকটিম গাজীপুর শ্রীপুর থানাধীন অবস্থায় রয়েছে। তারই সূত্র ধরে সাইফুল ইসলাম গাজীপুর শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।
সাধারণ ডায়েরির ভিত্তিতে এ এস আই মোঃ সুলতান উদ্দিনের নেতৃত্বে সাইফুলের স্ত্রীকে উদ্ধার করেন এবং সাইফুলের সাথে মিলিয়ে দেবে, ২৭ দিন পর গত ১৭ মে তারিখে আনুমানিক রাত ০৯.০০ ঘটিকা সময় উধাও হয়ে যায়, তারই ধারাবাহিকতায় গাজীপুর শ্রীপুর মডেল থানা আর একটি সাধারণ ডায়েরি করেন মোঃ সাইফুল ইসলাম সাধারণ ডায়েরি নং ১২।
১১ জুন থানার সাধারণ ডায়েরি সূত্রে জানা যায় ঈশ্বরগঞ্জ থানাধীন বালিপাড়া গ্রামের মোঃ ফাইজুল ইসলামের সাথে পরকীয়া করার জন্য সাইফুল ইসলামের স্ত্রী নাছিমা আক্তার ৩ সন্তান নিয়ে উধাও ফাইজুল ইসলামের মোবাইল নাম্বার ০ মোবাইল নাম্বারে সর্বশেষ নাছিমা আক্তার যোগাযোগ করে উধাও হয়ে যায়।
অসহায় সাইফুল ইসলাম বলেন আমি আমার ৩ টি সন্তানের খোঁজ চাই সাইফুল ইসলামের সন্তানদের নাম মোঃ শফিকুল ইসলাম(১১) মোছাম্মদ সাদিয়া আক্তার(৯) মোছাঃ মরিয়ম আক্তার(৭) যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি তাঁর খোঁজ পেয়ে থাকে তাহলে এই মুঠোফোনে (০১৯১৭৭৫৬৪৫১,০১৯১৫৩৯৭৫৬৮) যোগাযোগ করার জন্য অনুরোধ হইল অসহায় মোঃ সাইফুল ইসলাম সন্তানের খুজে দিশেহারা।