শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে করোনা ভাইরাসে ১ জনের মৃত ও ২৪ জন আক্রান্ত

 প্রকাশ: ২৪ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান (ঝালকাঠি):

ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ১ জনের মৃত হয়েছে এবং ২৪ জন আক্রান্ত হয়েছে। গত ১৯জুন থেকে ২৪ জুুন পযন্ত ধারাবাহিকভাবে ৪ জনের মৃত হয়েছে। গত ১ সপ্তাহ যাবৎ হঠাৎ করে সংক্রমনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘন্টায় রাজাপুর উপজেলার মঠবাড়ি গ্রামে সবিতা (৩০) এর মৃত হয়েছে। এ নিয়ে ঝালকাঠি জেলায় মৃত ব্যক্তির সংখ্যা ৩৪ জন হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন পরিস্থিতি অবনতি ঘটার আশংকায় জেলা প্রশাসককে লকডাউন ঘোষনার পরার্মশ দিয়েছেন।তবে জেলা প্রশাসন পরিস্থিতি পর্যাবেক্ষননে রেখেছে। ঝালকাঠি জেলায় এপযন্ত স্বাস্থ্য বিভাগ ৬৪৬২ জনের নমুন পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৫০০ জন আক্রান্ত হয়েছে এবং ৪৪৬১ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৪ জনের মৃত ও ১৩১৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ১৪৮ জন হোম ও ৩ জন হাসপাতাল আইসোলিয়েশনে রয়েছে। ঝালকাঠিরে সিভিল সার্জন ড. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: