চট্টগ্রাম বকেয়া বেতনের দাবিতে আমিন জুট মিল শ্রমিকদের অবস্থান কর্মসূচি
কে এম রুবেল (চট্টগ্রাম):
বন্দর নগরী চট্টগ্রামে বকেয়া বেতন পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন আমিন জুট মিলসের শ্রমিকরা।
২৪ জুন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমিন জুট মিল গেইটের সামনে শ্রমিক-কৃষক-ছাত্র-ঐক্যের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা অবস্থান কর্মসূচি কালে শ্রমিকরা বলেন, আধুনিকায়ন করার কথা বলে বন্ধ করে দেওয়া হয় হাজার শ্রমিক পরিবারের জীবন জিবিকার প্রতিষ্ঠান পাটকল গত ১ বছরের অধিক সময় পেরিয়ে গেলেও চালু করা হয়নি পাট কল গুলি। এছাড়া আমিন জুত মিলের শ্রমিকদের বেতন বকেয়া থাকায় তাদের পরিবারের জীবন জাপন কাঠাচ্ছে অনেকে কষ্টে ।
এ পাটকল শ্রমিক দের এ কটিন পরিস্থিতিতে সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এ শ্রমিকরা ।
শ্রমিক-কৃষক-ছাত্র ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট আমির আব্বাস ব বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করছি আমরা।
তারা অনেকদিন ধরে বেতন পাচ্ছেন না। এই পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। আমাদের দাবি, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হোক। পাওনা টাকা আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি