মাধবপুরে এস,এস,সি পরীক্ষার্থীকে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের ল্যাপটপ উপহার
শেখ জাহান রনি (মাধবপুর):
হবিগঞ্জের মাধবপুরে একজন এস,এস,সি পরীক্ষার্থীকে উপজেলা চেয়ারম্যান এর সম্মানি ভাতা থেকে একটি ল্যাপটপ উপহার দেয়া হয়।
আজ ২৪ জুন বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃশাহজাহান তার অফিস কক্ষে মাধবপুর উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থী সাদিয়া আক্তার নৌরিন কে একটি ল্যাপটপ উপহার দেন।সাদিয়া আক্তার নৌরিন উপজেলার হরিশ্যামা গ্রামের মোঃমানিক ভূইয়ার বড় মেয়ে।পড়াশোনায় মনোযোগী হতে এবং বর্তমানে করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় ভার্চুয়াল ক্লাস ও পরীক্ষায় অংশ গ্রহন করতে তাকে এই ল্যাপটপ উপহার দেয়া হয়।বিভিন্নভাবে খোজ খবর নিয়ে জানা যায়,তিনি তার সম্মানি ভাতা কোন দিন নেয়নি।সরকার উনাকে যে সম্মানি ভাতা প্রদান করেন সেই ভাতা থেকে এলাকার গরীব,অসহায় যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, কোন গরীব ঘরের মেয়ের যার টাকার অভাবে বিয়ে হচ্ছে না,এবং যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে তাদেরকে সাহায্য করে থাকেন।এছাড়া প্রতিদিনই অনেক অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন।ল্যাপটপ উপহার দেয়ার সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,মোঃঅলিউল্লাহ,উপজেলা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক মির্জা মোঃহাসান সাংবাদিক মোঃজুলহাস উদ্দিন রিংকু, শেখ জাহান রনি সহ প্রমুখ ব্যক্তিবর্গ।