আড়াইহাজারে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে পালিত হয় সভা ও দোয়া মাহফিল । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শুরু করা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর সভা অনুষ্ঠান।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের শুভ উদ্বোধন করেন তিনি।
২৩ জুন (বুধবার) , বেলা ৩ টায়, আড়াইহাজার উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্ভোদন করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খুরশিদ আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক জুয়েল সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, ঐতিহ্য ও সংগ্রামে জড়িত এই আওয়ামী লীগ দেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সময়ে অস্বীকার্য ভূমিকা পালন করেছেন। সংগ্রামের পরেও দেশ গঠনে আওয়ামী লীগের কৃতিত্ব অসীম। বঙ্গবন্ধুর হাত ধরে আসা এই সংগঠন এখন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাতে অর্পিত। জননেত্রীর হাত ধরে নানান উন্নয়নের পথে এগিয়ে চলছে দেশ। তিনি আরো বলেন," আওয়ামী লীগ দেশের উন্নয়নের সাথে জড়িত একটি নাম।যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে,ততদিন দেশের উন্নয়ন বহাল থাকবে"।