বকশীগঞ্জ দলিল লেখক সমিতির এডহক কমিটি গঠন
শামীম আলম (জামালপুর) :
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা সাব রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক সমিতির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন করে এডহক কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটি বাতিল করে গত রবিবার (২০ জুন) বিকালে ৮ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।
এডহক কমিটিতে প্রবীণ দলিল লেখক সেকান্দার আলীকে সভাপতি, কামরুল হাসানকে সহসভাপতি, খলিলুর রহমান কে সাধারণ সম্পাদক ও শাহীন আলমকে কোষাধ্যক্ষ করা হয়।
জামালপুর জেলা দলিল লেখক সমিতির পরামর্শক্রমে আগামি ৮ জুলাই এই কমিটির নেতৃত্বে বকশীগঞ্জ দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি করতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে সকল দলিল লেখকদের সাথে আলোচনা করে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন এডহক কমিটি। নির্বাচনকে সামনে রেখে দলিল লেখকদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।